ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই অনুমতি না দিয়ে জায়গা পরিবর্তনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেইমতো এবার বিকল্প জায়গার প্রস্তাব দিলেন তাঁর আইনজীবী। জানিয়েছেন, তাঁর মক্কেল অর্থাৎ শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের DG-র দফতরের সামনে ধর্নায় বসতে চান।
ধর্নার জায়গা নির্বাচন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটির শুনানি হয়। সেখানেই বিকল্প জায়গার প্রস্তাব দেওয়া হয়। ফের আগামী মঙ্গলবার মামলার শুনানি হবে।
Read More- অবিলম্বে ফৌজদারি আইন প্রত্যাহারের দাবি, ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
বর্তমানে রাজ্য পুলিশের DG-র দফতর রয়েছে দুটি জায়গায়। একটি ভবানীভবনে এবং অন্যটি নবান্নে। বিজেপির তরফে জানানো হয়নি ঠিক কোন জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি করতে চায়।
প্রথমে রাজভবনের সামনে ধর্না কর্মসূচি করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল BJP। শুক্রবার সেই মামলারই শুনানি ছিল।