বারাকপুরের সাংসদ অর্জুন সিং(Barrackpore MP Arjun Singh) দল বদলানোর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বড়সড়ো সাংগঠনিক রদবদল ঘটালো বিজেপি। এবার বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির দায়িত্ব সামলাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রবিবার বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের দলত্যাগে কার্যত জেলা বিজেপির (BJP West Bengal) অন্দরের সব হিসেব এলোমেলো হয়ে যায়। এরপর সোমবারই তড়িঘড়ি নিউটাউনের একটি হোটেলে বঙ্গ নেতৃত্ব বৈঠকে বসে। হাজির ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanata Majumder), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব ও অমিত মালব্য(Amit Malviya)। আলোচনার মূল বিষয়বস্তু ছিল, বারাকপুরের সাংগঠনিক জেলার নেতৃত্ব বাছাই।
এই বৈঠকে উঠে এসেছে শুভেন্দু অধিকারীর নাম। অর্জুনের(MP Arjun Singh) অসমাপ্ত দায়িত্ব শেষ করার ভার বর্তেছে তাঁর ওপর। এবার থেকে নেতা হিসেবে বারাকপুরের (Barrackpore) সাংগঠনিক জেলার কাজকর্ম দেখভাল করবেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, বঙ্গ বিজেপির এই প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মত হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বও। তবে তাঁরা চূড়ান্ত সিলমোহর দিলে তবেই শুভেন্দু দায়িত্ব নিতে পারবেন।
তবে এই প্রসঙ্গে নিজের সদ্য প্রাক্তন দলকে একহাত নেন অর্জুন (MP Arjun Singh)। তাঁর কথায়, কীভাবে বিজেপি নিজেদের সংগঠন গোছাবে, তা তাঁদের নিজস্ব ব্যাপার। কিন্তু অর্জুনের কথাতেই স্পষ্ট, বঙ্গ বিজেপির আরও কিছু নেতা তৃণমূলে আসতে পারেন। তবে এর বেশি কিছু জানাতে এখনই রাজি নন সদ্য তৃণমূলে(TMC) আসা বারাকপুরের সাংসদ।