প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করল বিজেপির প্রতিনিধি দল। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বিজেপির ৯ সদস্যের প্রতিনিধি দল। নিহতদের পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন তাঁরা।
এদিন মালবাজারে যান বিজেপির বিধায়ক মনোজ টিগ্গা, শংকর ঘোষ, দীপক বর্মণ, জলপাইগুড়ির সভাপতি বাপি গোস্বামী-সহ মোট ৯ জনের দল। স্থানীয় থানাতেও গিয়ে দেখা করেন বিজেপির প্রতিনিধি দল। বিজেপি প্রতিনিধি দলের অভিযোগ, ঘটনাটি মনুষ্যসৃষ্টি গণহত্যা। হড়পা বান আসার সম্ভাবনা জানা সত্ত্বেও কেন আগাম প্রস্তুতি নেয়নি প্রশাসন, তা নিয়েও অভিযোগ তোলেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রয়োজনে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
আরও পড়ুন: মাল নদীতে দুর্ঘটনার জের, পুজোর কার্নিভাল বাতিল জলপাইগুড়িতে
দশমীতে প্রতিমা নিরঞ্জনের সময় মাল নদীর চরে অনেক মানুষ ভিড় করে। রাত আটটার পর থেকেই নদীতে জল বাড়তে শুরু করে। দুর্ঘটনায় এক শিশু সহ মোট ৮ জনের মৃত্যু হয়।