আগামী সপ্তাহে রামনবমীতে রাজ্যে অস্ত্র মিছিল (Ram Nabami Weapon Rally) করবে গেরুয়া শিবির (BJP)। জানা গিয়েছে, রাজ্যের ২০টি জায়গায় মিছিলের প্রস্তুতি শুরু করেছে বিজেপি । এদিকে, ওইদিনই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতার রাজপথে ধর্নায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বুধবার থেকেই ধর্নায় বসবেন তিনি ।
জানা গিয়েছে, কোথায় কোথায় অস্ত্রমিছিল হবে, তা এখনই ঘোষণা করতে চাইছে না ‘হিন্দু জাগরণ মঞ্চ’। সংগঠনের রাজ্য মুখপাত্র কুবলয় চক্রবর্তী জানিয়েছেন,২০১৮ সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেখানে যেখানে রামনবমীর দিনে অস্ত্রমিছিলের পরম্পরা রয়েছে সেখানে হবে । সেই মতোই তাঁরা প্রস্তুতি নিচ্ছেন । উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এও বলেছিলেন, মিছিল হতে হবে শান্তিপূর্ণ, কোনও অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না । কিন্তু, যতদূর জানা গিয়েছে, রামনবমীর দিন যে মিছিল করবে বিজেপি , তা 'অস্ত্রমিছিল'-ই ।
আরও পড়ুন, Cow Smuggling case : নির্ধারিত সময়ের আগেই দিল্লির ইডি দফতরে সিউরি থানার আইসি
উল্লেখ্য, চলতি মাসের ২৯ তারিখ অর্থাৎ বুধবার ধর্মতলায় ছাত্র-যুব সমাবশের ডাক দিয়েছে তৃণমূল । ধর্মতলার ওই সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব । অন্যদিকে, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার কলকাতায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।