চার বছর আগে প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় (Dwijen Mukharjee)। কিন্তু তাঁর নামে ভোট পড়ে গেল বিধাননগর পুরসভা নির্বাচনে। বিরোধীদের দাবি, ভোটের নামে যে কার্যত প্রহসন হয়েছে এই ঘটনা তারই প্রমাণ।
বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। চার বছর আগে তিনি প্রয়াত হন। তবে এবার পুর নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের এএইচ কমিউনিটি হল-এর ভোট কেন্দ্রে তাঁরই নামে পড়ে গেল ভোট। ঘটনায় স্তম্ভিত দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবার।
আরও পড়ুন : Mamata Banerjee: 'দলে শেষ কথা দিদি বলবে', পাল্টা পোস্টে ভাসল সোশ্যাল মিডিয়া
অভিযোগ, শনিবার সকালে ওই ভোটকেন্দ্রে ঢুকে কয়েকজন বহিরাগত ভোট দিতে শুরু করে দেন। এলাকার বাম নেতৃত্বের দাবি, সেই সময়ই ভোট পড়ে যায় দ্বিজেন মুখোপাধ্যায়ের নামে।
এই ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, নির্বাচনের নামে কী হয়েছে এই ঘটনা তারই প্রমাণ।