পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার আগের রাতে কোচবিহারের দিনহাটায় সংঘর্ষে জড়ালেন বিজেপি এবং তৃণমূলের কর্মীরা।
দিনহাটা ১ নম্বর ব্লকে দিনহাটা হাই স্কুলে স্ট্রংরুমের বাইরের ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর সামনেই সংঘর্ষ হয়। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ তথা বিজেপির শহর মণ্ডের সভাপতি অজয় রায় স্ট্রংরুমে ঢোকার চেষ্টা করেন। শাসকদলের দাবি, অজয়কে মদত দেয় কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
উদয়নের দাবি, বেআইনি কাজ করেছেন বিডিও। যাঁরা নিরাপত্তায় রয়েছেন, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, তাঁরাও বেআইনি কাজ করেছেন। অভিযোগ উড়িয়ে দিয়েছেন অজয়। দুই দলের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। অজয়ের গাড়ির কাচ ভাঙে। গণনার আগের রাতের এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে দিনহাটা।