কোচবিহারের শীতলকুচিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার। 'চোর ধরো জেল ভরো' স্লোগান তুলে বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মুহুর্মুহু বোমাবাজির অভিযোগ করা হয়েছে। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পূর্বঘোষিত কর্মসূচি নিয়ে সেখানে পথে নামে বিজেপি। মিছিল করে এগোতে থাকেন দলের নেতা-কর্মী এবং সমর্থকেরা। আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান নিয়ে স্লোগান দিতে দিতে এগোন তাঁরা। সেই সময়ই উত্তেজনা ছড়ায়।
বিজেপি-র দাবি, তাদের মিছিলে হামলা চালায় তৃণমূল। মুহুর্মুহু বোমাবাজি করা হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও, বিজেপি কর্মীদের উপরই তারা লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতির গুরুত্ব বুঝে থানা থেকে আরও পুলিশ এসে পৌঁছয় এলাকায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরিবর্তে, উত্তেজনা চরমে পৌঁছয়।
বিজেপি-র দাবি, তাদের মিছিল ভণ্ডুল করতেই পরিকল্পিত ভাবে হামলা চালায় তৃণমূল। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।