তৃণমূলের (TMC) দুই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তরজার প্রেক্ষিতে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
দিলীপ বলেন, "তৃণমূলের শীর্ষ নেতারাই একে অন্যের দিকে কাদা ছুঁড়ছেন। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে কী হবে? পচন তো মাথা পর্যন্ত।" তৃণমূলে কোনও শৃঙ্খলা নেই বলেও জানান দিলীপ।
আরও পড়ুন: Abhishek Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিলেন অভিষেক, কী বললেন সাংসদ?
কল্যাণ সম্প্রতি দাবি করেন, অভিষেক কোনও নেতাই নন। পদাধিকারী মাত্র। তৃণমূলে একজনই নেত্রী- মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক পাল্টা জানিয়েছেন, তিনিও কেবল মমতাকেই নেত্রী বলে মনে করেন।