পুরসভা নির্বাচনে (Municipal Election) তৃণমূলের (TMC) ছাপ্পার প্রতিবাদে বনধ (Bangla Bandh) ডেকেছিল বিজেপি। কিন্তু তাতে তেমন সাড়া মেলেনি৷ মাঝপথেই বনধ প্রত্যাহার করার কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তাহলে কি বনধ নিয়ে কোনও আলোচনা হয়নি দলের অন্দরে? শীর্ষ নেতারাই কি জানতেন না বনধ ডাকা হতে পারে?
বিজেপি সূত্রের খবর তেমনটাই। রবিবার দিনভর রাজ্যের সর্বত্র যখন পুরভোটে বিজেপি প্রার্থী ও কর্মীরা বাধার মুখে পড়ছিলেন তখন দলের সহ-পর্যবেক্ষক অমিত মালব্যের নেতৃত্বেই বন্ধ ডাকার সিদ্ধান্ত নেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আলোচনায় ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। এ ছাড়া রাজ্যের অন্য কোনও নেতার সঙ্গে নাকি আলোচনাই করা হয়নি।
আরও পড়ুন: Bangla Bandh Nabanna : বন্ধকে কার্যত উড়িয়ে স্বাভাবিক ছন্দেই কাজ হল নবান্নে
বনধ ডাকার কথা নাকি জানতেনই না সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বহু জেলার নেতারাও জানতে পারেননি বনধের কথা।