রামপুরহাট কাণ্ডে (Rampurhat) কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানাল রাজ্য বিজেপি (BJP)। রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির।
মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘‘এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে।’’ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন।
সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজ্য জুড়ে অরাজকতার শাসন চলছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর বিন্দুমাত্র লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। বিজেপি নেতার কথায়, "১০ জনকে পুড়িয়ে মেরে ফেলা হল। এই ব্যর্থতা মুখ্যমন্ত্রীর। আমার বার বার মনে হচ্ছে, এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে।"
রামপুরহাটের ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) ট্যাগ করে করা টুইটে তাঁর অভিযোগ, মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর প্রয়াস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে দাবি শুভেন্দুর।
আরও পড়ুন: Rampurhat Murder: মমতার নির্দেশে রামপুরহাটে ফিরহাদ, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওড়াল তৃণমূল
সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) দাবি, তৃণমূলের শাসনে রাজ্যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চরম নৈরাজ্য চলছে সর্বত্র।
তৃণমূলের (TMC) মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ অবশ্য আগুন লেগে পুড়ে মৃত্যুর ঘটনার সঙ্গে রাজনীতির যোগ মানতে চাননি। তিনি টুইট করে ঘটনাটিকে স্থানীয় গ্রাম্য বিবাদ বলে দাবি করেছেন।