১৫ বছরের নাবালিকাকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার (Rape Case) অভিযোগ। বিজেপি নেত্রী সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা (Gaighata) থানার ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ধর্ষণে মূল অভিযুক্ত বাসুদেব বিশ্বাস ও এক নাবালক। স্থানীয় বিজেপি নেত্রী (BJP Leader) পূর্ণিমা সরকারের বাড়িতে উঠেছিল তারা। পূর্ণিমা ও তার ছেলে অর্পণ সহ মোট চারজনকেই গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাড়ির সামনেই খেলছিল এক নাবালিকা। প্রতিবেশী এক যুবক নতুন ক্যামেরা কেনার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে বাড়ি ডেকে নিয়ে যায়। সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার বাবা জানান, মেয়েকে দেখতে নাম পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশী বিজেপি নেত্রীর বাড়িতে গিয়ে নির্যাতিতার বাবা দেখেন, পূর্ণিমা ও ছেলে অর্পণ দরজার বাইরে দাড়িয়ে আছে। জোর করে ধাক্কা দিয়ে ঘরে ঢোকেন নিগৃহীতার বাবা। নাবালিকা বাবাকে জানায়, চিৎকার করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি তাকে। এরপরই পুলিশ গ্রেফতার করে চার অভিযুক্তকে।
আরও পড়ুন: পুরুলিয়ায় কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে মৃত্যু এক শিশুর
জানা গিয়েছে তারা নদীয়া জেলার নবদ্বীপের বাসিন্দা মূল দুই অভিযুক্ত। এলাকায় বিজেপি নেত্রী হিসেবে পরিচিত পূর্ণিমা সরকারের বাড়িতেই উঠেছিল তারা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার স্বামী কেরলে কাজ করেন। সেখানেই কাজ করে ওই দুই যুবক। সেই সূত্রেই ওই মহিলার বাড়িতে ঘুরতে এসেছিলেন দুই প্রধান অভিযুক্ত।