কম্যান্ডো হাসপাতালে(Command Hospital) শনিবার সাড়ে ৩ ঘন্টা ধরে অর্জুন চৌরাসিয়ার দেহের ময়নাতদন্ত(Atopsy) করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর জানা যাবে খুন না আত্মহত্যা, না অন্য কোনওভাবে মৃত্যু। ময়নাতদন্তের পর দেহ নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে(RG Kar Hospital)। সেখান থেকে দেহ নিয়ে বিজেপি কর্মীরা(BJP workers) রওনা দেন মুরলীধর স্ট্রিটের উদ্দেশ্যে। সেখান থেকে দেহ নিয়ে বিজেপি কর্মীরা যান অর্জুন চৌরাসিয়ার বাড়িতে। সেখান থেকে শববাহী শকট সোজা চলে যায় নিমতলা শ্মশানে।
বিজেপির রাজ্য দফতরে মৃত বিজেপি কর্মী(BJP worker's murder) অর্জুন চৌরাসিয়াকে শেষ শ্রদ্ধা জানান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh), উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে সহ অন্যান্য নেতৃত্ব। সুকান্ত মজুমদার জানান, রাজ্য আরও এক নৃশংস হত্যাকাণ্ড দেখল।
আরও পড়ুন- Mamata Banerjee: দেশকে লুঠ করছে বিজেপি সরকার, গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার
তবে এই ঘটনাকে 'দুঃখজনক' আখ্যা দিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের(Firhad Hakim) দাবি, যেভাবে এই মৃত্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে, তা অত্যন্ত অন্যায়। পাশাপাশি, মৃতের রাজনৈতিক পরিচয় টেনে ফিরহাদের দাবি, মৃত অর্জুন বিজেপি নয়, তৃণমূলের(TMC) হয়ে কাজ করেছিল শেষ পুরভোটে।