বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধে রণক্ষেত্র ময়না। ময়নায় পুলিশি নির্যাতনের অভিযোগে পথে নেমেছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। অন্যদিকে, পাঁশকুড়ায় বিজেপির র্সবভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি কর্মীরা। বুধবার সকাল থেকেই ময়নায় অবরোধ শুরু করে বিজেপি। বেলা বাড়তেই সেই আঁচ ছড়িয়ে পড়ে হলদিয়া, কাঁথি, পাঁশকুড়া, তমলুক-সহ একাধিক এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ চলছে। এমনকি, অবরোধ তোলা নিয়েও বিভিন্ন জায়গায় বিজেপি-পুলিশ ধস্তাধস্তি চলে। পটাশপুরে বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় উত্তেজনা ছড়ায়।
বিজেপির ডাকা বনধের জেরে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে ডাকা এই বনধে জায়গায় জায়গায় আটকে পড়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন- Uttar Pradesh News: ১২ বছরের শিশুর ছিন্ন বিচ্ছিন্ন দেহ, পথ কুকুদের হামলায় মর্মান্তিক মৃত্যু
অন্যদিকে, বিজেপি কর্মীদের দাবী, বুধবারের ডাকা বন্ধ স্বতঃস্ফূর্ত। সাধারণ মানুষ বনধের সমর্থনে রয়েছেন। খুনের ঘটনার পর দু’দিন কেটে গেলেও এখনও অধরা অভিযুক্তেরা। কেন তাঁদের গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন তুলেছেন তাঁরা।