পুরসভা নির্বাচনের (Municipal Election) আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের (West Bengal)বিভিন্ন এলাকা। একাধিক জায়গায় বিরোধী দলের কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির (BJP) দাবি, বালুরঘাটে তাঁদের প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে। কোন্নগরে (Kinnagar) আক্রান্ত হয়েছেন এক নেত্রী।
বালুরঘাট পুরসভার ২২ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে তৃণমূলের গুণ্ডাবাহিনী আক্রমণ করে বলে দাবি গেরুয়া শিবুিরের। ঘটনাস্থল থেকে বিজেপি প্রার্থী শান্তনু চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রায় এক ঘন্টা ধরে এই গুন্ডাবাহিনী তাণ্ডব চালালেও পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ। বিজেপির দাবি, আবারও প্রমাণিত হল পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজ বিপন্ন। উল্লেখ্য, বালুরঘাট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) খাসতালুক।
কোন্নগরের ১০ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী তথা দলের প্রাক্তন রাজ্য সহ সভানেত্রী কৃষ্ণা ভট্টাচার্যকে বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ বিজেপির।