দলীয় কর্মীদের আক্রমণের প্রতিবাদে বুধবার বিধাননগর পূর্ব থানায়(East Bidhanagar Police Station) এসে বিক্ষোভ দেখান বিজেপি(BJP) কর্মী-সমর্থকরা। মঙ্গলবার দুপুরে বিজেপির(BJP) নির্বাচনী কার্যালয়ে হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিধাননগরে(Bidhannagar)। বিজেপির(BJP) নির্বাচনী কার্যালয়ে দলীয় কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের(TMC) বিরুদ্ধে।
মঙ্গলবার বিজেপির(BJP) নির্বাচনী কার্যালয়ে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikary)। কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সেখান থেকেই হুঁশিয়ারি দেন, 'বুধবার বিধাননগর পুরনিগমের(Bidhannagar Corporation) সব বিজেপি প্রার্থীরা অবস্থান করবেন বিধাননগর পূর্ব থানায়। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে অবস্থান-বিক্ষোভ।' সেইমতো আজ বুধবার সকাল থেকেই বিধাননগর পূর্ব থানার(Biadhannagar Police Station) সামনে শুরু হয় বিজেপির(BJP) অবস্থান-বিক্ষোভ। রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুন- Anubrata Mandal: ফের তলব সিবিআই-এর, পাল্টা হাই কোর্টের দ্বারস্থ অনুব্রত
প্রসঙ্গত উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বিধাননগর পুরনিগমের(Bidhannagar Corporation) ভোট। কিন্তু তার আগেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে এলাকা। এই আবহে আদৌ পুরভোট কতটা শান্তিপূর্ণ হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিধাননগরবাসী।