ফের বিস্ফোরণে কেঁপে উঠল ভাটপাড়া। শুক্রবার দুপুরে কাঁকিনাড়া নয়াবাজার এলাকায় একটি বহুতলের নীচে বন্ধ দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, বন্ধ দোকানটির শাটার উড়ে গিয়ে পড়েছে ৫০ ফুট দূরে।
এই ঘটনায় আপাতত দু’জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর নাম মহম্মদ কালামুদ্দিন। তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- Burdwan Death Update: বিষমদ কাণ্ডে বর্ধমানে মৃত বেড়ে ৪, শহর জুড়ে তল্লাশিতে বিশাল পুলিশ বাহিনী
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। এলাকাবাসীর দাবি, বন্ধ দোকানটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তবে ঠিক কী থেকে বিস্ফোরণ, সে ব্যাপারে সরকারিভাবে কিছু জানায়নি পুলিশ। গোটা জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে।