সাত সকালে কলকাতায় বিস্ফোরণ। যোধপুর পার্কের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই দোকানের সাটার ভেঙে যায়। কাচের দরজাও পুরোপুরি ভেঙে গিয়েছে। ঘটনায় ওই ক্যাফের এক কর্মী আহত হয়েছেন।
জানা গিয়েছে, যোধপুর পার্কের তিনতলা একটি বাড়ির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি ক্যাফে। বুধবার সকাল ১১টা নাগাদ হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ওই ক্যাফে থেকে ধোঁয়া বের হতে থাকে এবং বিভিন্ন জিনিষপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। তারপরেই আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলকে। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, সকালে বিভিন্ন কাজকর্মের জন্য ক্যাফেটি খোলা হয়েছিল। কিন্তু তখনও বিক্রি শুরু হয়নি। ফলে কোনও ক্রেতা ছিলেন না সেই সময়। শুধুমাত্র কর্মীরা কাজকর্মের জন্য ঢুকেছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। আহত কর্মীর নাম চন্দ্রকুমার গুরুং।
যদিও দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের তরফে জানানো হয়েছে, তদন্তের পরেই এবিষয়ে স্পষ্ট জানা যাবে।
এলাকাবাসীরা জানিয়েছেন, ওই ক্যাফের ভিতরে গ্যাস সিলিন্ডার ছিল। কোনও কারণে সিলিন্ডার থেকে গ্যাস লিক করে গ্যাস বেরিয়েছিল। তারপর রান্না বা অন্য কোনও কাজের জন্য আগুন ধরানো হলেই দুর্ঘটনাটি ঘটে। যদিও তদন্তের পরেই এবিষয়ে নিশ্চিত ভাবে বলা সম্ভব।
আপাতত ওই ক্যাফেটি বন্ধ রাখা হয়েছে। আহত কর্মীর শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।