নদিয়ার একটি সোনার দোকানে বিস্ফোরণ। ঘটনায় উড়ে গেল ওই দোকানের শাটার। ঝলসে গেছেন দোকানের মালিক। আশপাশের কয়েকটি দোকান ও বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানা এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার ভোরে হঠাৎ তীব্র আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। তারপর তাঁরা এলাকায় খোঁজখবর নিতে শুরু করেন। সেসময় সোনার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। ভিতরে ঢুকে কার্যত ঝলসানো অবস্থায় ওই দোকানের মালিককে উদ্ধার করেন তাঁরা। আহতের নাম শহিদুল শেখ।
ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দোকানের ভিতর একটি সিলিন্ডার ছিল। সেসময় কোনও কারণে সেটি ফেটে যায়।