ফের বোমা বিস্ফোরণ হল বীরভূমে। বীরভূমের পাড়ুই থানার ভেরামারি গ্রামের তৃণমূলের ব্লক সভাপতি হাফিজুল মোল্লার বাড়িতে বিস্ফোরণ হল। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধেবেলার এই বিস্ফোরণে আহত হয়েছেন ২ জন। বিস্ফোরণের তীব্রতায় হাফিজুল মোল্লার বাড়ির শৌচাগার ও তার পাশের দেওয়াল ভেঙে পড়েছে বলেও জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। শৌচাগারে আগে থেকেই বোমা মজুত রাখা ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও। ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি হাফিজুল মোল্লা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল বীরভূম। বীরভূমের মাড়গ্রাম হাসপাতালের মোড়ে বোমা বিস্ফোরণ হয়। বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তৃণমূলের পঞ্চায়েত প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখের। মৃত্যু হয় নিউটন শেখ নামে তাঁর সঙ্গীর।