পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা বিস্ফোরণ (Bomb Blast)। এবার নদিয়ার চাকদহে (Chakdaha) বিস্ফোরণে বাঁ হাতের তিনটে আঙুল উড়ে গেল এক ব্যক্তির। বাড়ির উঠোনে পড়ে থাকা ব্যাগে কী আছে দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই বিস্ফোরণ হয়।
পুলিশ সূত্রে খবর, জখম ব্যক্তির নাম দিলীপ মণ্ডল। বয়স ৪০। পেশায় রাজমিস্ত্রীর কাজ করেন তিনি। আহত অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। চাকদহ থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার সুপার কে কান্নান।
আরও পড়ুন: ইকো পার্কে বাতিল অরিজিতের শো, কেন ? মুখ খুললেন ফিরহাদ
স্থানীয় সূত্রে খবর, দুপুরে বাড়ির উঠোনে হাঁস-মুরগির খাঁচার নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন দিলীপ। কী আছে, তা দেখতে গিয়েই বিপত্তি ঘটে। পরিবার সূত্রে খবর, তাঁর বাঁ হাতের তিনটি আঙুল উড়ে যায়।