মহেশতলায় বড়সড় বিস্ফোরণ। তার জেরে একটি চারতলা আবাসনের একটি অংশ পুরোপুরি ভেঙে গিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ২৪ নম্বর ওয়ার্ডের সরকারপাড়ায়। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় আহত হয়েছে চারজন।
জানা গিয়েছে, শনিবার সকালে ওই আবাসনের একটি অংশ থেকে বিকট শব্দ হয়। এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তারা ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিলিন্ডার ফেটেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমাণ।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানিয়েছেন, আচমকাই বিকট শব্দ শুনতে পাওয়া যায় ওই আবাসন থেকে। এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির একাংশ ভেঙে যায়। ভেঙে যাওয়া অংশের নীচে রয়েছে রাস্তা। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী কয়েকজন অল্পবিস্তর আঘাত পেয়েছেন। যদিও তাঁদের আঘাত তেমন গুরুতর নয়।