ফের একবার পথে নামলেন সাঁওতালি সম্প্রদায়ের মানুষ(Adivasi Agitation in West Bengal)। এবার তাঁদের নিজস্ব ভাষায় পঠনপাঠনের দাবিতে পশ্চিম মেদিনীপুর-বাঁকুড়া-পুরুলিয়ার(Purulia-Bankura-West Midnapore) বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকেই অবরোধ শুরু করে ভারত যাকাত মাঝি পরগনা মহল। যার জেরে সকাল থেকেই থমকে যায় বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি,পণ্যবাহী গাড়ি। চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। আদিবাসী সংগঠনের ডাকা ১২ ঘণ্টার এই অবরোধের(Road Blockade in Jhargram) ব্যাপক প্রভাব পড়েছে জঙ্গলমহলের বেশ কয়েকটি জেলায়। সংগঠন সূত্রে খবর, তাঁদের দাবি মানা না হলে রাজ্যজুড়ে লাগাতার আন্দোলনের(Adivasi Agitation) পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।
নিজস্ব ভাষায় পঠনপাঠন সহ ১২ দফা দাবি আদায়ে রাজ্যজুড়ে ১২ ঘণ্টার চাক্কা জ্যামে সামিল হয়েছে এই আদিবাসী সংগঠন। বুধবার সকাল ৬ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত জঙ্গলমহলের(Adivasi Agitation in Jhargram) বিভিন্ন এলাকায় তাঁরা ১২ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি পালন করবেন বলেই খবর। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল অবরোধের(Rail Roko in Bankura) সিদ্ধান্তও নিয়েছেন তাঁরা।
আরও পড়ুন- West Bengal Weather Update : উত্তুরে হাওয়ার দাপট, নামছে তাপমাত্রা, শীতের ব্যাটিং শুরু