২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে রবিবার, ৩০ এপ্রিল। প্রাথমিক টেটের আদলেই ওএমআর শিটে নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা(West Bengal JEE 2023)। পরীক্ষার আয়োজনের দায়িত্বে রয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার কোর্সে ভরতির জন্য জয়েন্ট পরীক্ষা হবে। ইতিমধ্যেই পরীক্ষার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে বোর্ড। হাওড়া এবং শিয়ালদহ শাখায় বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা।
Justice Abhijit Gangopadhyay: ধরমবীর সিংয়ের স্বেচ্ছাবসর নিয়ে সিবিআইয়ের বক্তব্য শুনলেন না বিচারপতি
প্রথম পর্বে নেওয়া হবে অঙ্ক পরীক্ষা, দ্বিতীয় পর্বে রসায়ন এবং পদার্থবিদ্যা। ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট দুই দফায় পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই টুকলি এড়াতে একাধিক কড়া ব্যবস্থা গ্রহণ করেছে বোর্ড। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৩০৬, প্রত্যেক কেন্দ্রেই থাকবেন বোর্ড অবজারভার। এছাড়াও পরীক্ষার্থীদের জন্যও অ্যাডমিট কার্ডে উল্লেখ রয়েছে একাধিক নির্দেশিকা। যেমন পেন আনা যাবে না , পরা যাবে না ঘড়িও।