পিকনিক করে ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ একই পরিবারের অন্তত ৫ সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রূপনারায়ণ নদীতে। তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হাওড়ার লিলুয়া থানার বেলগাছিয়া থেকে কয়েকটি পরিবার বৃহস্পতিবার পিকনিক করতে যায়। প্রথমে বাগনানের বাকসি যান তাঁরা। নৌকা করে রূপনারায়ণ নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্কে যান। জলপথে ফেরার সময় নৌকা উল্টে দুর্ঘটনা ঘটে। ১৪ জন তলিয়ে যান। তাঁদের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হলেও ৫ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে শিশুও আছে।
আরও পড়ুন: ভালবাসার সপ্তাহে বিবাহবন্ধনে আবদ্ধ দুই পুরুষ, পাশে দাঁড়ালেন প্রতিবেশিরাও
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ প্রশাসন। তল্লাশি অভিযানও শুরু করে। বিপর্যয় মোকাবিল দল ও পুলিশও উদ্ধারকাজে নেমেছে।