বেলঘরিয়ায় রবিনসন স্ট্রিটের ছায়া । সেখানে একটি বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ । মৃতের নাম বীরেন্দ্রকুমার দে (৬৬) । পুলিশ সূত্রে খবর, ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে আরেকটি কঙ্কালও । ওই কঙ্কাল বীরেন্দ্রকুমারের ভাইয়ের বলে মনে করছে পুলিশ । পূর্ব বেলঘরিয়া সেকেন্ড লেনের ঘটনা । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই বাড়ি থেকে কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না । তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের । তাঁরাই পুলিশকে খবর দেয় । এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, বেলঘরিয়ার বাড়ি থেকে বীরেন্দ্রর দেহ উদ্ধারের পর তল্লাশি চালাচ্ছিলেন তাঁরা । তখনই একটা ঘর থেকে ওই কঙ্কালটিও উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমান, সেটি বীরেন্দ্রর ভাই ধীরেন্দ্রকুমার দে-র। পাঁচ-ছয় মাস আগেই হয়তো মৃত্যু হয়েছে তাঁর । এতদিন ধরে তাঁর দেহ আগলে রেখেছিলেন দাদা বীরেন্দ্র । দিন কয়েক আগেও তাঁর মৃত্যু হয় বলে অনুমান ।
স্থানীয় সূত্রে খবর, বীরেন্দ্ররা মোট চার ভাই এবং এক বোন । দুই ভাইয়ের আগেই মৃত্যু হয়েছে। বোনের বিয়ে হয়ে গিয়েছে। বীরেন্দ্র ও ধীরেন্দ্র বেলঘরিয়ার বাড়িতে থাকতেন । দেহ এবং কঙ্কালটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।