বিধাননগরের একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার মা ও মেয়ের নিথর দেহ । মৃতেরা হলেন মা গোপা দাস ও মেয়ে সুদেষ্ণা দাস । জানা গিয়েছে, সকাল থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । পরে ফ্ল্যাটের ঘরেই তাঁদের দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা । বিধাননগরের কেষ্টপুরের ঘটনা ।
পুলিশ সূত্রে খবর, কেষ্টপুর প্রফুল্ল কাননের কাছে একটি আবাসনের তিনতলার ফ্ল্যাটে থাকতেন মা গোপা দাস ও মেয়ে সুদেষ্ণা দাস । সঙ্গে থাকতেন গোপাদেবীর ভাই । তবে তিনি বাড়ি ছিলেন না । জানা গিয়েছে, সকাল থেকেই মা ও মেয়েকে ফোনে পাচ্ছিলেন না তিনি । এরপরই প্রতিবেশীদের ফোন করে খোঁজ নিতে বলেন তিনি । তাঁরাই মা-মেয়ের নিথর দেহ ফ্ল্যাটের ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ ।
পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । মা-মেয়ে আত্মহত্যা করেছেন, নাকি তাঁদের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ ।