শুক্রবার রেণুকা খাতুনের বস্তাবন্দি দেহ উদ্ধারে চাঞ্চল্য শিলিগুড়িতে(Siliguri Murder Update)। বৃহস্পতিবার জুড়ে তল্লাশি চালানোর পরেও ব্যর্থ হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু শুক্রবার তল্লাশি চালাতেই হাতে আসে ওই মহিলার বস্তাবন্দি দেহ(Deadbody recovered from Tessta River)। তবে মহিলার মাথার সন্ধান মেলেনি এখনও। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ফুলবাড়িতে তিস্তা ক্যানেলের(Tessta River) লকগেট বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সকালে খালে জল কমে আসায় গোয়ালটুলির কাছে সুদাম গজ এলাকা রেণুকা খাতুনের বস্তাবন্দি দেহটি ভেসে ওঠে।
পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির(Siliguri Murder Update) কলেজ পাড়ায় একটি বিউটি পার্লারে কাজ শিখতে যেতেন রেনুকা। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার থানায় নিখোঁজ ডায়েরি(Missing Dary) করে। আনসারুলকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের। তদন্তকারীরা জানতে পারেন, ২৪ ডিসেম্বর ঘুরতে নিয়ে গিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে আনসারুল। তাঁর দেহ চটহাট সংলগ্ন তিস্তা ক্যানেলে(Teesta Cannel) ভাসিয়ে দিয়েছেন তিনি।
মৃতার পরিবার জানিয়েছে, ৬ বছর রেনুকা ও আনসারুলের বিয়ে হয়। শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের দাদাভাই কলোনিতে থাকতেন তাঁরা। রেনুকার পরিবারের দাবি, প্রথমে দম্পতির মধ্যে ঝামেলা থাকলেও পরে মিটে গিয়েছিল।