জন্মের পর থেকেই অসুস্থ মেয়ে । সুস্থ হওয়ার বদলে পরিস্থিতি দিনদিন খারাপ হয়েছে । ভেন্টিলেশনে ছিল সদ্যোজাত সন্তান । আর এই পরিস্থিতিতে হাসপাতালেই আত্মহত্যা করলেন মা । পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদেই আত্মহত্যা করেছেন ওই মহিলা । মৃতের নাম পায়েল সিংহ । বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা ।
সোমবার সকালে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পায়েলের দেহ উদ্ধার হয় । জানা গিয়েছে, ২০ ডিসেম্বর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় ওই মহিলাকে । সেদিনই কন্যা সন্তানের জন্ম দেন তিনি । কিন্তু, জন্মের পর থেকেই সদ্যোজাতকে সিক নিউবর্ন কেয়ার ইউনিটে রাখা হয় । পরিবার সূত্রে খবর, মেয়ের এই পরিস্থিতি দেখে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা । জানা গিয়েছে সোমবার সকালে, পায়েল তাঁর মাকে হাসপাতালের বাইরে থেকে এক আত্মীয়াকে ডেকে আনতে বলেন । কিছুক্ষণ পরে মা ফিরে এসে দেখেন পায়েল নেই । শুরু হয় খোঁজ ।
তারপর দেখা যায়, হাসপাতালের প্রসূতি বিভাগের তিন তলায় সিঁড়িতে ওঠার শেষ ধাপে রেলিংয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে পায়েলের দেহ । পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই পায়েল আত্মহত্যা করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।