বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মদ সিয়াম হোসেনকে। অভিযুক্তকে জেরা করে বাগজোলা খাল থেকে উদ্ধার করা হল বেশ কিছু হাড়গোড়। যদিও সেগুলি আনোয়ারুল আজিমের কিনা তা নিশ্চিত করে জানাতে পারেনি তদন্তকারীরা। উদ্ধার করা হাড়গুলির ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
রবিবার সকালে আজিমকে নিয়ে পোলেরহাটে পৌঁছয় CID। সেখানে অবস্থিত বাগজোলা খালে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। তল্লাশির সময়ই বেশ কিছু হাড় উদ্ধার করা হয়। প্রাথমিক অনুমাণ, ওই হাড়গুলি মানুষেরই।
Read More- বাংলাদেশ সাংসদ খুনের ঘটনা, নেপাল থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত
শুক্রবার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয় সিয়ামকে। এর আগে জিহাদ হাওলাদার নামে এক অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছিল।
গত ১৩ মে বাংলাদেশের সাংসদ আনোয়ারুলকে খুনের পর ট্রলি এবং পলিথিনে ভরে অন্যত্র নিয়ে যায় অভিযুক্তরা। তারপর তারা অন্যত্র ফেলে দেয় সেগুলি।