বগটুই কাণ্ডের আরেক অভিযুক্তের মৃত্যু। বাড়িতেই মৃত্যু কামরুল শেখ ওরফে ছোট লালনের। ভাদু শেখ খুনে জড়িত থাকার অভিযোগ সিবিআই তাঁকে গ্রেফতার করে। জেল হেফাজতে থাকাকালীনই ক্যানসারে ভুগছিল। এর আগে বগটুই কাণ্ডে অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যু হয়।
২০২২ সালের ২১ মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয়। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ভাদু শেখ কাণ্ডে তদন্ত শুরু করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কামরুল শেখ ওরফে ছোট লালনকে গ্রেফতার করে। সেই সময় থেকে জেল হেফাজতে ছিল সে। তখনই ক্যানসার ধরা পড়ে তার।
দুমাস আগে চিকিৎসার জন্য জামিনে মুক্তি পান ছোট লালন। কলকাতার এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তিন-চারদিন আগে তাকে রামপুরহাটের বাড়িতে নিয়ে আসা হয়।