পালিয়েও বাঁচা গেল না। ঘটনার সাত মাস পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জালে অবশেষে ধরা পড়ল বীরভূমের বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত সোনা শেখ। তাঁর বিরুদ্ধেই বরশালের উপ-প্রধান ভাদু শেখকে খুন করার অভিযোগ রয়েছে। সোনাকে গ্রেফতার করে জেরা করছে সিবিআই।
গত ২১ মার্চ, বীরভূমের রামপুরহাটের ঘটনায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা ও স্থানীয় উপপ্রধান ভাদু শেখ। এই ঘটনার পর থেকেই পলাতক ছিল ঘটনার মূল অভিযুক্ত সোনা। তার বিরুদ্ধে ভাদুকে খুনের পাশাপাশি অভিযোগ, ওই রাতে গ্রামের ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার। রবিবার রাতে সিবিআই জালে ধরা পড়ে সোনা। তাঁকে জেরা করে বগটুই-কাণ্ডের অনেক অজানা তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।
এর আগে বগটুই-কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল ২৭ জনকে। সোনার গ্রেফতারের পর সেই সংখ্যা বেড়ে হল ২৮। তবে ধৃতদের মধ্যে দু’জন নাবালক হওয়ায় তারা জামিনে পেয়েছে।