দু'টাকার হাট। হ্যাঁ একদমই ঠিক শুনেছেন। দু'টাকার হাট (Bolpur Hat)। যেখানে মাত্র দু'টাকা দিলেই মিলবে জামা, প্যান্ট, সোয়েটার আরও কত্ত কি। জামা কাপড় কিনলে সঙ্গে দেওয়া হয়েছে দশ টাকার একটি ডিটারজেন্টের প্যাকেটও। আর এই সব আয়োজন করা হয়েছিল আদিবাসী গ্রামের (Tribal) মানুষজনের জন্য।
রবিবার এই দুটাকার হাট বসেছিল বোলপুর(Bolpur)সংলগ্ন সাহেবডাঙ্গা আদিবাসী গ্রামে। ওই হাটেই দু'টাকার বিনিময়ে পরিধেয় যোগ্য পুরাতন জামাকাপড় কেনাবেচার ব্যবস্থা করা হয়েছিল ওই আদিবাসী গ্রামের জন্য। আর এই জামাকাপড় গুলো দিয়ে সহযোগিতা করেছেন বোলপুর, সিউড়ি, লাভপুর,কীর্ণাহার এলাকার অসংখ্য মানুষ।
আরও পড়ুন- বাঁকুড়ায় এক টুকরো বৃন্দাবন দেখতে দর্শনার্থীদের ভিড়
আসলে এই অভিনব আয়োজন যার মস্তিষ্কপ্রসূত,তিনি বুদ্ধিশ্বর মণ্ডল। পেশায় একজন তায়কোয়ান্দো প্রশিক্ষক। আর প্রশিক্ষণ দিতে ওই সব এলাকায় গিয়ে সংগ্রহ করে এনেছেন জামাকাপড়গুলো। প্রত্যেকেই অনায়াসে নিজেদের পুরাতন জামাকাপড় তুলে দিয়েছেন তাঁর হাতে। সেসব সংগ্রহ করে হাট বসিয়েছিলেন বুদ্ধিশ্বরবাবু। কিন্তু কেন দুটাকা? তিনি বলেন,'আসলে আমরা চাই ওঁদের যেন মনে না হয় এগুলো অনুদান পাচ্ছে,ওরা মনে করুক এগুলো ওঁরা কিনে নিচ্ছে।'