ফের বোমা বিস্ফোরণ । ঘটনায় মৃত্যু হয়েছে একজনের । নাম মুকলেসুর রহমান (৩১)। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর । অভিযোগ, বোমা বাঁধতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে । মালদহের কালিয়াচকের চাঁদপুর গ্রামের ঘটনা ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে চাঁদপুর গ্রামে আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা । ঘর থেকে বেরিয়ে পড়েন এলাকাবাসীরা । একটি পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরতে দেখেন তাঁরা । বিস্ফোরণের জেরে বাড়িরও দেওয়াল ভেঙে পড়ে । আশে-পাশে ঝলসানো অবস্থায় পড়ে রয়েছে দেহ । সকলের অবস্থাই আশঙ্কাজনক । গ্রামবাসীদের অভিযোগ, বোমা বাঁধার কাজ চলছিল । তখনই বিস্ফোরণ ঘটে ।
স্থানীয়রাই পুলিশে খবর দেন । পুলিশ ঘটনাস্থলে এসে হাসপাতালে পাঠায় আহতদের । তাঁদের বেশিরভাগই বৈষ্ণবনগরের জৈনপুর গ্রামের বাসিন্দা বলে খবর । তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরণের অভিযোগ তুলেছে কংগ্রেস । সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।