ফের বোমা বিস্ফোরণ উত্তর ২৪ পরগনার পানিহাটির একটি বাড়িতে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে জানলার কাচ ভেঙে যায়, গোটা পাড়া কার্যত কেঁপে ওঠে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। পুরো এলাকা ঘিরে রাখে তারা। ওই বাড়ি থেকে অনেকগুলি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে পানিহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপাল এলাকার একটি বাড়িতে বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসীরা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়ির ভিতরে ওই বাড়িরই মালিক অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর নাম জিতেন্দ্র গুপ্ত। তাঁর একটি হাত সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। প্রথমে তাঁকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতির জন্য কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
যদিও ওই বাড়িতে কীভাবে বোমা এল সেই নিয়ে ধ্বন্দে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারণা, বাইরে থেকে এনে ওই বাড়িতে প্রচুর বোমা মজুত করে রাখা ছিল। কোনও কারণে সেগুলি ফেটে যায়।