ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণ। প্রাথমিক খবর, বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণটি ঘটেছে। আহতদের শরীর পুড়ে গিয়েছে। নির্বাচন চলাকালীন একই দিনে ২ ভিন্ন রাজনৈতিক দলের ৩ জন খুন হয়। গণনার দিনও বোমা পড়েছিল একাধিক এলাকা। এবার ভাঙড়ের চালতাবেড়িয়ার চকমরিচা গ্রামে বিস্ফোরণ। ঘটনায় ৩ জন আহত হয়েছেন।
পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। এর পরেও কীভাবে এই ভয়াবহ ঘটনা, তা জানা যায়নি। তৃণমূলের অভিযোগ আহতরা আইএসএফ কর্মী। তাঁরা বোমা বাঁধছিল বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগ, আহতরা একটি গাড়িতে কলকাতার পথে রওনা দেন। কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা বাসন্তী হাইওয়ের কাঁটাতলা এলাকায় থামায়। এরপরই ভয়াবহ দৃশ্য দেখে চোখ কপালে ওঠে সকলের। সূত্রের খবর, আহতদের চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।