মালদার চাঁচলের এক গ্রামে আচমকা বিস্ফোরণ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুরে। প্রাথমিক অনুমান, বোমা বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি বোমা উদ্ধারও করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, নলকূপের পাশে বোমা মজুত ছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এখনও ওই জায়গায় বোমা মজুত করা আছে। ঘটনাস্থলে বম্ব স্কয়াড গিয়েছে। তদন্তও শুরু হয়েছে। কে বা কারা বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি চালিয়ে ২২টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবর মাঝরাতে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে জানিপুর। স্থানীয় সূত্রে খবর, চারদিক ধোঁয়ায় ভরে যায়। বাতাসে বারুদের গন্ধও পেয়েছেন তাঁরা। প্রচন্ড শব্দে মাঝরাতে ঘুম ভেঙে যায়।