পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। রাতের অন্ধকারে গোকুলনগরে তৃণমূল বুথ সভাপতি স্বপন করের (Swapan Kar) বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ঘটনায় সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল নেতৃত্ব। মামলার প্রতিশোধ নিতেই বুথ সভাপতির বাড়িতে হামলা বলে অভিযোগ তৃণমূল। যদিও এই বিষয়ে মুখ খোলেনি গেরুয়া শিবির।
নন্দীগ্রামের গোকুলনগর এলাকায় তৃণমূলের বুথ সভাপতি স্বপন কর। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে বোমা ছোড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী। বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন স্বপন কর।
আরও পড়ুন: নবান্নে কর্মসূচি, শুক্রবার রাতেই কলকাতায় অমিত শাহ, এসেই বিজেপির সদর দফতরে যেতে পারেন