নাকা তল্লাশির সময় ব্যাগ ভর্তি বোমা-সহ দুটি গাড়িকে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায়। ইন্দাসের বাঁধেরপাড় এলাকা থেকে গাড়িগুলিকে আটক করে পুলিশ। আটক করা হয় দুটি গাড়়ির চালক-সহ মোট ৮ জনকে। তাদের করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
শাসকদল তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা গাড়িতে বোমা নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, তাঁরা ওই দুই গাড়িতে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। সেই গাড়়িতে বোমা রেখে তৃণমূল তাঁদের ফাঁসিয়েছে বলে অভিযোগ গেরুয়াশিবিরের।