ভাঙড়, রায়দিঘির পর এবার মালদা ও মুর্শিদাবাদ। রাজনৈতিক হিংসার বলি আরও দুই। এনিয়ে ভোট সন্ত্রাসের বলি প্রায় ৫০ জন। এবং মঙ্গল ও বুধবার মিলিয়ে নিহতের সংখ্যা ৫। জানা গিয়েছে মালদায় রতুয়ায় কংগ্রেসের এক কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। নিহতের নাম ফটিকুল হক। অন্যদিকে ভোটের দিন কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে মুর্শিদাবাদে আহত হন এক কংগ্রেস কর্মী। বুধবার কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে ভোটের ফলাফল প্রকাশের পরেই ভাঙড়ের কাঠালিয়াতে ISF এবং পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পরেই দেখা যায় সেখানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রজিনা বিবি। এরপর শাসক দলের তরফে বিজয় মিছিল বের করা হয়। চলে বাজি ফাটিয়ে উল্লাস। অভিযোগ, সেই সময় কংগ্রেস কর্মী ফটিকুলের বাড়ির সামনে বাজি ফাটাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ফটিকুল প্রতিবাদ করলে শুরু হয় বচসা। এর পরেই পিটিয়ে খুন করা হয় তাঁকে।
অন্যদিকে ভোটের ফলাফল প্রকাশের পরেই ভাঙড়ের কাঠালিয়াতে ISF এবং পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়। বুধবার সকালে ওই এলাকায় পৌঁছয় CID-র বম স্কয়্যাড। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর তাজা বোমা উদ্ধার করেছে তারা।