ফের বীরভূম থেকে বোমা উদ্ধার। ঘটনাস্থল এবারও মাড়গ্রাম। তবে অভিযোগ এবার এক স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে। যদিও ওই নেতা এখনও জেলবন্দি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। তাঁর বাড়ির পাশ থেকেই দু ড্রাম বোমা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, ওই নেতাকে ফাঁসাতে বোমা রেখে দিয়ে গিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই মাসের গোড়াতেই এই মারগ্রামে বোমা ফেটে প্রাণ গিয়েছিল দুই তৃণমূল নেতার।
রাজনৈতিক মহলের অভিযোগ, বীরভূম এমনিতেই বোমা তৈরির স্বর্গরাজ্য। সামনে পঞ্চায়েত ভোট আসছে। আর তা কেন্দ্র করে স্থানীয় এলাকায় বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম। গত কয়েক বছরে জেলা পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে এই জেলা থেকে ব্যাপক পরিমাণে বোমা উদ্ধার করেছিল। কিন্তু সেই ধরপাকড় কমতেই ফের বেড়েছে দুষ্কৃতীদের দৌরাত্ম।
শুধু বীরভূম নয়, পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের হিড়িক বাড়ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকেও। এদিকে, মারগ্রামের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।