পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়। ইতিমধ্যেই ২ জন মারা গিয়েছেন। শুক্রবার সকাল থেকে রীতিমতো থমথমে ছিল ভাঙড়। পরিস্থিতি দেখতে ছুটে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে তাজা বোমা ভর্তি ৭টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বোমাবাজির সঙ্গে যুক্ত দুষ্কৃতীরাই বোমা এনে একটি ভাঙা বাড়িতে লুকিয়ে রেখেছিল। শুক্রবার সকালে বোমার ব্যাগগুলি নজরে পড়ে স্থানীয়দের। ঘটনাস্থলে আসে সিআইডির বম্ব স্কোয়াড। উদ্ধার করা হয় ব্যাগগুলি।
আরও পড়ুন: 'নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য পুলিশ', রাজ্যের হিংসা নিয়ে নবান্নের ব্যাখ্যা তলব হাইকোর্টের
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে গত কয়েকদিনে অশান্ত হয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং-সহ একাধিক এলাকা। বোমাবাজি, ইটবৃষ্টি, পুলিশের উপর হামলার ঘটনাও ঘটেছে। এবার উদ্ধার বোমা।