পঞ্চায়েত নির্বাচনের আগে ২০০টি তাজা বোমা উদ্ধার বীরভূমে। বৃহস্পতিবার রাতে দুবরাজপুরের মামুদপুর গ্রামে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পায় তাঁরা। বেশ কয়েকটি জায়গায় রাতেই তল্লাশি চালানো হয়।
মামুদপুরে একটি পুকুরের ধারে ঝোপের মধ্যে কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়। কে বা কারা ২০০টি বোমা ওই জায়গায় রেখেছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিআইডির বম্ব ডিজপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রচার শেষ হতেই অশান্ত কোচবিহার, ৩ বিজেপি কর্মীকে গুলি, অভিযোগ অস্বীকার তৃণমূলের
পঞ্চায়েত নির্বাচনের আবহে একাধিকবার বোমা উদ্ধার হয়েছে একাধিক জেলায়। তা নিয়ে চাঞ্চল্যও ছড়ায়। এর আগে বীরভূমের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামের প্রাথমিক স্কুলের রান্নাঘরের ছাদ থেকে বোমা উদ্ধার হয়। মিড ডে মিলের রান্নাঘর থেকে পলিথিন প্যাকেটে মোড়া চারটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সোমবার যশপুর গ্রাম পঞ্চায়েতের পছিয়াড়া গ্রাম থেকেও ১৪-১৫টি তাজা বোমা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, সবাই পলাতক।