মুর্শিদাবাদের নওদায় সমবায় সমিতির ভোটে অশান্তি। ভোট চলাকালীন তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেস কর্মীদের সংঘর্ষ। ব্যাপক বোমাবাজি, চলল গুলি। শূন্য গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।। ঘটনাকে ঘিরে উত্তেজনা নওদার চাঁদপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, ভোট চলাকালীন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বাম-কর্মী সমর্থকরা। বচসা থেকে হাতাহাতি, তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গুলি, বোমাবাজিরও অভিযোগ ওঠে। বামেদের অভিযোগ, ব্লক সভাপতির ঘনিষ্ঠরা এলাকায় ব্যাপক বোমাবাজি করে। ব্লক সভাপতির অনুগামীরাই নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁরাই মূলত অশান্তি করছে বলে অভিযোগ। অভিযোগ, পুলিশের মদতেই এসব হচ্ছে। গুলির খোলও পড়ে থাকতে দেখা যায় এলাকায়।