রাজ্যে ফের বোমাবাজি (Bombing)। এবার ঘটনাস্থল বারুইপুর (Baruipur)। অভিযোগ এক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে দুষ্কৃতীরা। অবসরপ্রাপ্ত ওই সরকারি আধিকারিকের বয়স প্রায় ৯০ বছর। আচমকাই এই ঘটনাই রীতিমতো আতঙ্কে রয়েছে ওই পরিবার।
শুক্রবার রাত ১১ টা নাগাদ বারুইপুর ১৬ নম্বর ওয়ার্ডের ধপধপি রোডে নিকুঞ্জ বিহারী দাস নামে ওই আধিকারিকের বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা মারে দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। রাতেই খবর দেওয়া হয় বারুইপুর থানার পুলিশকে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
আরও পড়ুন- স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্দাস, শনিবার বাড়ল শহরের তাপমাত্রা
নিকুঞ্জ বাবুর কথায়, রাতে তখন সবে খাওয়া-দাওয়া শেষ হয়েছে, আচমকাই প্রথম বোমার আওয়াজ পান তাঁরা। পরে আরও একটি বোমার শব্দ হয়। এরপর ঘর ভরে যায় ধোঁয়া আর বারুদের গন্ধে। ঘটনায় রীতিমতো আতঙ্কের ওই পরিবার।