লোকসভা ভোট শেষ হতেই ব্যারাকপুরে ফের সন্ত্রাসের অভিযোগ। ভাটপাড়া ও নৈহাটিতে বোমাবাজির অভিযোগ। বিজেপি কর্মীর বাড়ির পাশে ও তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজি। ঘটনায় পরষ্পরকে দোষ দিচ্ছে তৃণমূল ও বিজেপি।
শনিবার মাঝরাতে ভাটপাড়ায় বোমা পড়ে বলে অভিযোগ। বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির পাশের মাঠে বোমা রাখা ছিল বলে অভিযোগ ওঠে। সিসি ক্যামেরায় সেই ছবিও ধরা পড়ে। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের তির বিজেপির। অভিযোগ, ভোট শেষ হতেই সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে শাসকদল।
শনিবার নৈহাটিতেও ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমা পড়ে। সিসি ক্যামেরায় ফুটেজ প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, রাতের রাস্তায় বোমার ধোঁয়া। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল।