মঙ্গলবার সকালে জগদ্দল পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগরে রেললাইনের কাছে বোমা বিস্ফোরণ হয়। ঘটনার বেশ কিছুক্ষণ বাদে এলাকায় আসেন বোম্ব স্কোয়াডের আধিকারিকরা। যথাযথ নিরাপত্তাবিধি মেনে বোমা দুটোকে নিস্ক্রিয় করেন বোম্ব স্কোয়াডের প্রতিনিধিরা। উল্লেখ্য, ওই বোমাকে বল ভেবে খেলতে গিয়েই দুর্ঘটনা ঘটে। মারা যায় এক শিশু।
ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং জানান, বহুবার পুলিশ প্রশাসনকে জানানোর পরেও কোন সুরাহা মেলেনি। ভাটপাড়া-জগদ্দল এলাকায় যেভাবে সমাজবিরোধীদের কার্যকলাপ বেড়ে চলেছে, তাতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত বলেও অভিযোগ পবনের।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় ভাটপাড়ায় রেললাইনের ধারে পড়ে থাকা বোমাটি ফেটে মৃত্যু হয় এক শিশুর। আরও এক শিশুর হাত উড়ে গিয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। চকলেট বোমা ভেবে বাচ্চাদুটো সেটি ধরতে যায় বলেও মনে করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।