বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেফতার জোট প্রার্থী। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও চারজনকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার করা হয়েছে। বেশ কিছু বোমা ও বোমার উপকরণও পাওয়া গিয়েছে। প্রার্থীকে ফাঁসানো হয়েছে বলে দাবি কংগ্রেসের। যদিও তৃণমূলের দাবি, আইন আইনের পথে চলবে।
মাড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মাড়গ্রামের বাহিরগোড়া গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামে একটি বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। মলিক-সহ ৫জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ২০টি বোমা ও বোমা বাঁধার উপকরণ-সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বাড়িটি সিলও করে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের আগে জেলাজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: বাড়ি থেকে ডেকে খুন প্রাক্তন প্রেমিকাকে, দেখে ফেলায় খুন জ্যেঠিমাও, তদন্তে পুলিশ
ধৃত জোট প্রার্থীর নাম চমৎকার শেখ। তিনি কংগ্রেসের বীরভূমের হাঁসন ২ গ্রাম পঞ্চায়েতের বাম ও কংগ্রেস জোটের প্রার্থী। কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদের অভিযোগ, পুলিশ এখন শাসক দলের হয়ে কাজ করছে। কংগ্রেস কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা কতটা সত্য, তা খতিয়ে দেখতে হবে।