রবিবার প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতার (TMC Leader) উপর হামলা। অল্পের জন্য রক্ষা পান আক্রান্ত ভাটপাড়া (Bhatpara) ১২ নং ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক কুমার সাউ (Ashok Kumar Sau)। অভিযোগ সাত সকালে তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা, চলে গুলিও৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অশোক সাউ। জানা গিয়েছে, সকালে বাড়ির পাশে বাজারে যাওয়ার সময়ই তাঁর উপর হামলা হয়। চলে ছয় রাউন্ড গুলি। একটি গুলি তাঁর পিঠ ঘেষে বেড়িয়ে যাওয়া বরাতজোরে রক্ষা পান তিনি।
Money Viral Video: ভাইপোর বিয়ে, আনন্দে বাড়ির ছাদ থেকে লক্ষ টাকা ওড়ালেন পঞ্চায়েত প্রধান
ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে জগদ্দল থানার পুলিশ। অশোক বাবু এই মুহূর্তে চিকিৎসাধীন ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে। আক্রান্ত তৃণমূল নেতা অশোক কুমার সাউ সাংবাদিকদের জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।