বারাসতে ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্টে সিগন্যাল খারাপ হয়। বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বনগাঁ থেকে শিয়ালদহ গামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে। বামনগাছি স্টেশনে ওই ট্রেনের চালককে গালাগালি ও মারধর করে এক যুবক। কিন্তু ট্রেনের অন্য় যাত্রীরা পাল্টা ওই যুবককেই মারধর করেন।
ঝামেলা শুরু হতেই ট্রেন চালক বারবার RPF-এর সহযোগিতা চেয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, স্টেশনে RPF না থাকায়, পরিস্থিতি আরও জটিল হয়। সকাল ৭টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনই এক ঘণ্টা করে লেটে চলছিল সকালে। যার ফলে সপ্তাহের শেষ দিন দুর্ভোগে নিত্যযাত্রীরা।