ইডি (ED) দফতরে হাজিরা দিলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) । নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি বনিকে শুক্রবার তলব করেছিল । কিন্তু,তার একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন অভিনেতা । এদিন, দুপুরে তাঁকে ইডি দফতরে ঢুকতে দেখা যায় । এই প্রথম কোনও টলি অভিনেতাকে নিয়োগ মামলায় জেরা করা হচ্ছে বলে খবর ।
ইডি সূত্রে খবর, অভিযুক্ত কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি থেকেই বনির নাম পাওয়া গিয়েছে। এরপরই তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির রাডারে রয়েছেন টলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী। বনির পাশাপাশি কুন্তলের কয়েকজন এজেন্টকেও ডেকে পাঠিয়েছে ইডি ।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বনি যোগ দিয়েছিলেন বিজেপিতে । তবে, গত জানুয়ারি মাসে তিনি বিজেপির সদস্যপদ ছাড়েন । উল্লেখ্য, চলতি সপ্তাহে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর ।